রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে লুটের তিন মামলায় শতাধীক আসামি 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে লুটের তিন মামলায় শতাধীক আসামি 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামবাসির মধ্যে সংঘর্ষ, লুটপাট ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় পক্ষে বিপক্ষে প্রায় শতাধীক লোককে আসামি করে ৩টি মামলা হয়েছে। 

সবশেষ গত শনিবার রাতে মো. মোরছালিন বাদী হয়ে প্রায় অর্ধশতাধীক লোককে আসামি করে একটি মামলা করেন। ফলে ওই দুটি গ্রামে পুলিশ আতঙ্ক বিরাজ করছে। 

ঘটনার বিবরণে জানা যায় যে, এলাকাভিত্তিক পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ জানুয়ারি উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের জুলহাস মেম্বারের সমর্থক শাহ আলম গং দেশীয় ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাহেরচর বাজারের হার্ডওয়্যারের দোকান্দার আবুল হোসেনের দোকানে হামলা করে। 

তারা আবুল হোসেনকে কুপিয়ে জখম করে তার দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এরপর একে একে বাহেরচর গ্রামের তোফাজ্জলের সমর্থক বাবুল, জনি, মোরছালিন ও হযরত আলীর বাড়ি, গ্যারেজ, পাওয়ারলুম কারখানাসহ ৭ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তারা ঘরে থাকা মালামাল, করাখানায় থাকা কাপড়, সুতা এবং গোয়ালে থাকা গরুসহ যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়। 

অপর দিকে জুলহাস মেম্বারের পক্ষের দাবি, তোফাজ্জলের সমর্থকেরা তার অনুসারীদেরকে মারপিটে রক্তাক্ত জখম করেছে। এ অভিযোগে মো. ইমান হাসান বাদী হয়ে ২৬ জনকে আসামি করে একটি মামলা করেন। 

তাছাড়া তোফাজ্জল হোসেন বাদী হয়ে ২৫ জনকে আসামি করে আরো একটি মামলা করেন এবং সবশেষ মোরছালিন বাদী হয়ে ৪৭ জনকে বিবাদী করে গত শনিবার রাতে আরো একটি মামলা করেন। একই ঘটনায় প্রায় শতাধীক লোককে আসামি করে তিনটি মামলা হওয়ায় ওই দুটি গ্রামে এখন পুলিশ আতঙ্ক বিরাজ করছে। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, প্রতিটি মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

টিএইচ